পুস্পিতা বড়াল, 20 মার্চ: এবার IPL-এ মাত্র একজন প্লেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ থেকে। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। IPL-এ পাঁচজন প্লেয়ার নাম লেখালেও কারও সুযোগ হয়নি। মুস্তাফিজুর রহমান টানা IPL খেলার অভিজ্ঞতার জন্য সুযোগ পেয়েছেন। চেন্নাই সুপার কিংস তাঁকে সুযোগ দিয়েছে। চেন্নাই প্রথম ম্যাচ খেলতে নামবে ২২ মার্চ। আর CSK-তে তিনি যোগ দিলেন এই ম্যাচে নামার আগে।
তিনি পুরো IPL-এ খেলতে পারবেন কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!
অধিনায়ক রূপে ফিরছেন ঋষভ পন্থ! বড় ঘোষণা দিল্লী ক্যাপিটালসের!
ভারতে 1 এপ্রিল লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 4! কী কী ফিচারস পাবেন এই হ্যান্ডসেটে?
চেন্নাই সুপার কিংস দলে ২০২৪ সালের IPL-এর আগে মুস্তাফিজুর রহমান যোগ দেওয়ায় ধোনিরা অনেকটাই স্বস্তিতে থাকবে। তিনি নিজে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তিনি তৈরি CSK শিবিরে যোগ দেওয়ার জন্য। সম্প্রতি চোট পান তিনি। চোট সমস্যা কাটিয়ে তিনি আবার মাঠে ফিরলেন।
উল্লেখ্য, মুস্তাফিজুর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে চোট পান। তিনি স্ট্রেচারে করে মাঠ ছাড়েন চোট পেয়ে। তাঁর চোটের পর মনে করা হয়েছিল সম্ভবত তাঁর এবারের IPL খেলা শেষ। কিন্তু তিনি চোট কাটিয়ে যোগ দিলেন চেন্নাই সুপার কিংস শিবিরে। তবে যোগ দিলেও তিনি পুরো IPL-এ খেলতে পারবেন কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।