আচমকাই ‘রামায়ণ’ ছবি ছেড়ে পালালেন প্রযোজক! বিপাকে রণবীর সহ আরও একাধিক অভিনেতা
বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে!
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, পুস্পিতা বড়াল: শুটিং শুরু হওয়ার আগেই শুরু হল গণ্ডগোল! হ্যাঁ, ঠিকই শুনছেন। বলিউড জগৎ কিন্তু এমনটাই বলছে। মহা বিপাকে পড়েছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। কারণ, প্রযোজক মধু মন্টেনা চম্পট দিয়েছেন ছবি শুরুর আগেই। সূত্রের খবরে জানা গিয়েছে, প্রযোজক মধু হঠাৎই নাকি ‘রামায়ণ’ ছবির টিমকে স্পষ্ট জানিয়েছেন,যে তিনি আর টাকা ঢালবেন না এই ছবিতে।
নলাইনে ফাঁস হল Infinix Note 40 Pro+ 5G এর মডেল! কী কী ফিচারস থাকবে এই স্মার্টফোনে?
প্রকাশিত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন
বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে!
তবে এই সিদ্ধান্ত হঠাৎ কেন নিলেন তিনি? এই বিষয়ে কিছুই জানাতে চাননি তিনি। যদিও এই খবর রটে গেলেও, মধু মন্টেনা আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি। শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ মাস থেকেই। খবর অনুযায়ী, ‘সীতা’ সাই পল্লবী এবং ‘হনুমান’ সানি দেওলের অংশের শুটিং হওয়ার কথা আগামী মে মাসে।
অপরদিকে, দক্ষিণী সুপারস্টার যশ জুলাই মাসে ‘রামায়ণে’-এর কাজ শুরু করবেন। অমিতাভ বচ্চনের কথা ভাবা হয়েছে দশরথের ভূমিকায়। এই সিনেমা তৈরি হবে তিনটি পার্টে। সূত্রের খবরে জানা গিয়েছে, নির্মাতারা ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন ২০২৫ সালের দিওয়ালির আগে।