বিধান্সাভা

লোকসভা ভোটের সঙ্গেই হবে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন

ভোট গণনা ৪ জুন

ব্যুরো নিউজ, ১৬ মার্চ, শর্মিলা চন্দ্র: শনিবারই দেশের লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা সময়েই উপনির্বাচনের সূচিও ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। লোকসভা ভোটের সময়ে মোট ১৩টি রাজ্যের ২৬টি কেন্দ্রে উপনির্বাচন হবে। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশনারের তরফে জানানো হয়েছে। এ রাজ্যে ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে দুদিনে।

প্রকাশিত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন

একই দিনে প্রচারে হুগলির দুই হেভিওয়েট প্রার্থীর

ভোট গণনা ৪ জুন
মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্যু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিয়ে হবে উপনির্বাচন। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন।
অন্যদিকে, কয়েকদিন আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় পদ থেকে ইস্তফা দিয়েছেন যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে ওই কেন্দ্রটিও বিধায়কশূন্য। সেখানে নতুন বিধায়ক পেতে উপনির্বাচন হবে। সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোটের দিন বরানগরের উপনির্বাচন হবে। সারা দেশের ভোটগণনা হবে ৪ জুন। ওইদিনই দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর