প্রকাশিত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন
আজ থেকে জারি নির্দেশিকা
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, শর্মিলা চন্দ্র: প্রতীক্ষার অবসান। প্রকাশিত হলো লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। এবার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। নির্বাচন হবে ৭ দফায়। ২০১৪ সালে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। ২০১৯-এ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়। ২০২৪-এ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হল ১৬ মার্চ। বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট । বাংলা-সহ উত্তরপ্রদেশ, বিহারে ৭ দফাতেই হবে ভোট । ১৯ এপ্রিল হবে প্রথম দফা নির্বাচন। ৪ জুন হবে ভোট গণনা।
অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত নামবেন দলের প্রচারে? কী বলছে দলীয় কর্মীরা?
বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পড়োয়াল
আজ থেকে জারি নির্দেশিকা
প্রথম দফায় ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট। ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে।
তৃতীয় দফায় ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে নির্বাচন হবে।
চতুর্থ দফায় ১৩ মে লোকসভা ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমে ।
পঞ্চম দফায় ২০ মে লোকসভা ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিতে।
ষষ্ঠ দফায় ২৫ মে ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকে।
সপ্তম দফায় ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরে ভোটগ্রহণ হবে।
কমিশনের তরফে জানানো হয়ছে, ২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ। তার মধ্যে ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি। অর্থাৎ এবার যুবশক্তির ভোটের উপর অনেকটাই নির্ভর। ভোটে হিংসা রুখতেও এবার তৎপর প্রশাসন। তাই প্রতিটি জায়গায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বললেন কমিশনার। পাশাপাশি জানানো হয়েছে, পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশে দেশে নির্বাচন হবে।
বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে ৯২ কোটি ভোটার।সাড়ে দশ লাখের বেশি ভোটার কেন্দ্র আজ থেকেই লাগু আদর্শ আচরণ বিধি।অর্থের অপব্যবহার করতে দেওয়া হবে না। ভোটের আগে কোনরকম উপহার দেওয়া বন্ধ করা হবে। শাড়ি ,টাকা, ল্যাপটপ বিলি করা বন্ধ করা হবে। ভোটের আগে উপহার দেওয়া বন্ধ, উপহার দিয়ে ভোট কেনা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।