অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত নামবেন দলের প্রচারে? কী বলছে দলীয় কর্মীরা?
এবার দলীয় নেতৃত্ব জানালো বিস্তারিত
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, পুস্পিতা বড়াল:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেয়ে অসুস্থ। রক্ত ঝরতে দেখা গিয়েছে তাঁর কপাল থেকে। তাঁর এসএসকেএম-এ চিকিৎসাও হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে এই পরিস্থিতিতে তাঁর প্রচারে নামাকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে অনেকের মনেই। মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হওয়ার পর প্রচারে নামবেন কি না, বা নামলেও তা কবে, সেই নিয়ে দলের কর্মী সমর্থকদের একাংশের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। এবার দলীয় নেতৃত্ব সেই বিষয়ে জানালেন বিস্তারিত।
বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পড়োয়াল
লোকসভা নির্বাচন সামনেই। বিভিন্ন দল ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছে। আজকে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সেই প্রচার আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এই চোটের পর কবে থেকে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা আদৌ নামবেন কি না, সেই নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন তৈরি হয়েছে।
এবার দলীয় নেতৃত্ব জানালো বিস্তারিত
এই প্রসঙ্গে শনিবার কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই একটু সুস্থ হয়ে নিয়ে প্রচারে অংশগ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেস শিবিরের তিনিই নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর কয়েকটা দিনের মধ্যেই পুরদস্তুর মানুষের সামনে ভোট প্রচারে দলকে নেতৃত্ব দেবেন।’
অপরদিকে, এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরির একটি সভা থেকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেসার হচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে, পড়া তো শুরু হয়েছে ওপর থেকে। নীচ অবধি পড়া শুরু হয়ে যাবে।’