মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে!
ব্যুরো নিউজ, ১৪ মার্চ, পুস্পিতা বড়াল : ফের দুর্ঘটনার শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুরুতর চোট পেয়ে আহত হয়েছেন। ইতোমধ্যেই তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। সূত্রের খবরে জানা গিয়েছে, গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হয়েছেন। তবে ঠিক কী ঘটেছিল তা এখনও জানা যায়নি।
শনিবার দুপুরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তিতে যাত্রীরা
শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে ফারাক বোঝেন না মমতা’, সিএএ নিয়ে মমতাকে আক্রমণ অমিত শাহর
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে!
তবে সূত্রের খবরে জানা গিয়েছে,গাড়ি বাড়িতে ঢোকার পরই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের তরফে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে কপাল থেকে রক্ত পড়ছে তৃণমূল সুপ্রিমোর। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হাসপাতালে নিয়ে যান মমতাকে।
সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে তৃণমূলের তরফে। এসএসকেএম এর তরফে দেওয়া ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে। অপরদিকে তৃণমূলের তরফে লেখা হয়, ‘আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা’।