ব্যুরো নিউজ, ২৯ ফেব্রুয়ারি: শেখ শাহাজাহান গ্রেফতার হতেই আজ সন্দেশখালিতে জননেতা শুভেন্দু অধিকারী। এর আগেও একাধিকবার সন্দেশখালি যেতে চান শুভেন্দু কিন্তু ঘুরে ফিরে সম্মুখে সেই পুলিশি বাধা। আদালতের নির্দেশের পরেও একাধিকবার ১৪৪ ধারার ‘অপব্যবহার’ করে পুলিশ- প্রশাসন। ১৪৪ ধারাকে ঢাল করেই সন্দেশখালিতে প্রবেশের পথ আটকাচ্ছিলেন তারা। কিন্তু তাদের সে প্রচেষ্টাও মিথ্যা করে কঠিন আইনি লড়াই লড়েই আদালতের নির্দেশেই সন্দেশখালিতে আসেন তিনি। আর তিনি আসতেই শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা করে সেখানকার মানুষ। আজও ঠিক সেই ছবিই সন্দেশখালিতে। আরও একবার জননেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সেখানকার মানুষ।
১০ মার্চ সন্দেশখালিতে ‘খেলা হবে’
১০ দিনের হেফাজতে জেলেই আটকা ‘বাঘ’
তাদের অভ্যর্থনা পেয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আজ গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে “। আর সেখান থেকেই শুভেন্দু জানান, ১০ তারিখ ব্রিগেডে তৃণমূলের জনসভা। আর সেদিনই সন্দেশখালিতে বড় সভা করবে বিজেপি। সেদিন তিনিও সেখানে থাকবেন বলে জানান শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি শুভেন্দু সন্দেশখালির লড়াইয়ের কথা বলেন। তিনি বলেন, জেলিয়াখালির মানুষ অপেক্ষায় ছিলেন। কবে মোদীজীর সৈনিকরা আসবেন। এর জন্য অনেক লড়াই করতে হয়েছে। সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরতে হয়েছে। এখানে আসার সময় যে নৌকা চালাবেন, তাঁকেই উঠতে দেওয়া হচ্ছে না। কিন্তু গোটা দ্বীপ আমার সঙ্গে, গোটা গ্রাম আমার সঙ্গে রয়েছে।