ব্যুরো নিউজ, ২৩ ফেব্রুয়ারি: তেলেঙ্গানার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৭ বছরের বিআরএস বিধায়ক জি লাস্য নন্দিতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির আমিনপুর মন্ডলে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।
জানা গিয়েছে, তাঁর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারার সময় তাঁর গাড়ির গতি বেশি থাকার ফলে তাঁর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সেখান থেকে তাঁকে ও তাঁর গাড়ির চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয় নন্দিতার।
পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ
তবে তাঁর গাড়ির চালক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই নন্দিতার মরদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ১৯৮৬ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে জন্ম হয় নন্দিতার। তাঁর রাজনৈতিক জীবন মাত্র কয়েকবছর আগেই শুরু হয়েছিলো। তিনি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কেসিআরের দলের হয়ে প্রার্থী হয়ে নির্বাচন জিতেছিলেন।
বিআরএস নেত্রী কে কবিতা দেখা করতে গিয়েছেন নন্দিতার পরিবারের সাথে। তাঁর প্রয়ানে গভীর শোক রাজনৈতিক মহল জুড়ে। ইভিএম নিউজ