ব্যুরো নিউজ, ২২ ফেব্রুয়ারি: কাশ্মীরের ভয়ঙ্কর তুষারঝড়ে মৃত্যু হলো ১ রুশ পর্যটকের। কাশ্মীরের গুলমার্গে আরও ৩ জন পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
আরও এক পর্যটকের নিখোঁজের খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই তুষারপাত আর ধসের ফলে কাশ্মীরে পর্যটকদের মাথায় হাত পড়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, স্থানীয় মানুষের কোন সাহায্য ছাড়াই গুলমার্গে গিয়েছিলেন ওই পর্যটকেরা। ইতিমধ্যেই তুষারপাত নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয়দের।
কিন্তু এদিকে আবার গত সোমবার কাশ্মীরে নেমেছে ভয়ঙ্কর ধস। তার জন্যও বন্ধ হাইওয়ে। চলছে রাস্তার কাজ। প্রতিকূল আবহাওয়া ও বারবার ধস নামায় উদ্ধারকাজেও হচ্ছে বিলম্ব। এরমধ্যেই ফের বিপদ! এখনও নিখোঁজ পর্যটকের জন্য চলছে তল্লাশি অভিযান।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে প্রচুর পরিমানে তুষারপাত হচ্ছে। সঙ্গে চলছে প্রবল ঝড়ও। তাই পর্যটকদের এই বিষয়ে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার জেরে শোকের ছায়া পড়েছে গোটা কাশ্মীর জুড়ে। ইভিএম নিউজ