ব্যুরো নিউজ, ২২ ফেব্রুয়ারি: বর্তমানে প্রতিটি সংবাদপত্রের শিরোনামে রয়েছে সন্দেশখালি। সন্দেশখালি নিয়ে এমনকি উত্তাল রাজ্য রাজনীতি। এ হেন পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আগামী ৬ মার্চ বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এও জানা যাচ্ছে ওইদিন তিনি কথা বলতে পারেন সন্দেশখালির মহিলাদের সাথেও।
উজবেকিস্তানে তুষারপাতে মৃত জেলার ২ পরিযায়ী শ্রমিক
সন্দেশখালির ঘটনা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে। জানা গিয়েছে, ওইদিন প্রধানমন্ত্রী বারাসাতে সভা করবেন। সভা শেষে তিনি সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সাথেও দেখা করতে পারেন। বিশেষজ্ঞ মহলের পর্যবেক্ষণ, আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ।
পাশাপাশি রাজনৈতিক মহলের দাবি, সন্দেশখালির মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিজেপিকে বাড়তি মাইলেজ দিতে পারে।
উল্লেখ্য, ওইদিন শুধু রাজনৈতিক সভায় যোগ দেওয়া ছাড়াও বহু সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। তিনি ওইদিন উদ্বোধন করবেন ধর্মতলা থেকে হাওড়া ময়দান মেট্রো সহ আরও বেশ কয়েকটি মেট্রো রুটের। এমনকি গঙ্গার নীচের থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রাভেল করার কথাও প্রধানমন্ত্রীর রয়েছে বলে খবর। ইভিএম নিউজ