two-women-allegedly-killed

ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি: দুর্গাপুরের ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ফের তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বি.বি.এ  প্রথম বর্ষের পড়ুয়া রাজদীপ সরকার। সে পূর্ব বর্ধমানের আউসগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা। বয়স ১৮ বছর। সে ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে থাকতো।

সন্দেশখালি ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

মৃত পড়ুয়ার জেঠু চঞ্চল সরকার অভিযোগ করেন, কলেজের তরফে জানানো হয় আজ দুপুর ১টা ৩০ নাগাদ কলেজের হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে রাজদীপ।

ফের দুর্গাপুরে র‌্যাগিং এর শিকার পড়ুয়া 

এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Rajdeep Sorkar death

এরপর তাঁরা হাসপাতালে পৌঁছাতেই খবর পান মৃত্যু হয়েছে রাজদীপের। হোস্টেলের ওই রুমে রাজদীপের সাথে তাঁর আরও ৩ সহপাঠী থাকতো। মৃতের পরিবারের পক্ষ থেকে সেই ৩ সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement of Hill 2 Ocean

রাজদীপের পরিবারের লোকেরা র‌্যাগিং এর অভিযোগও তুলেছেন তাঁদের বিরুদ্ধে। যদিও র‌্যাগিং এর অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর