Sandeshkhali's situation

ব্যুরো নিউজ, ৮ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তপ্ত সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারের দাবিতে পথে নামেন এলাকার মহিলারা।

আমেরিকায় একের পর এক ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু

দোষীদের গ্রেফতারীর দাবিতে আজ থানা ঘেরাও কর্মসূচী নিয়েছিল গ্রামবাসীরা। সেই মতো আজ সকাল থেকেই লাঠি, ঝাঁটা, গাছের ডাল হাতে নিয়ে প্রতিবাদে রাস্তায় নামেন তারা। তবে, অপ্রীতিকর কোনও পরিস্থিতি রুখতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সন্দেশখালি থানার দিকে গ্রামবাসীদের মিছিল এগোতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয় বচসা। উত্তপ্ত এলাকা। স্থানীয়দের অভিযোগ, দুই তৃণমূল নেতাকে আশ্রয় দিয়েছে পুলিশ।

রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহান পলাতক। তার অনুগামী হিসেবে পরিচিত উত্তম ও শিবু। গোটা ঘটনার সঙ্গে উত্তম ও শিবুর যোগ আছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই তাদের গ্রেফতারীর দাবি তুলেছে স্থানীয়রা।

তবে গতকাল থেকেই অশান্তি শুরু হয়। অভিযোগ, এলাকাবাসীদের মারধর করে তৃণমূল নেতারা। তারপরেই চরমে পৌছায় পরিস্থিতি। বুধবার সন্ধাতেই উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। এমনকি ভাঙচুর করা হয় শিবু হাজরার অফিস। বেধড়ক মারধর করা হয় উত্তম সর্দারকে। অভিযুক্ত দুই তৃণমূল নেতার পোলট্রি ফার্মেও আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷

কয়েকদিন ধরে মাছের ভেরি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। এলাকার ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে আদিবাসীদের জমি দখল করে নেওয়ারও অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারের জেরে জেরবার গ্রামবাসীদের জীবন। তাই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তবে সেই বিক্ষোভ-মিছিলে পুলিশি বাধার জেরে ফের উত্তপ্ত সন্দেশখালি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর