ব্যুরো নিউজ, ৮ ফেব্রুয়ারি: বঙ্গে ঘন ঘন আবহাওয়ার মুড সুইং হয়েই চলেছে। কখনো তাপমাত্রা বাড়ছে তো কখনো কমছে। কিছুদিন হলো কলকাতা সহ দঃ বঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মাঘের শেষ দুদিন কিছুটা হলেও তাপমাত্রার পারদ পতন হতে পারে।
ফের বঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা
তবে কলকাতা সহ দঃ বঙ্গের বাকি জেলা যেমন, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ফলে সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ কলকাতার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৩ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫১ শতাংশ।
আমেরিকায় একের পর এক ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু
দঃ বঙ্গের পাশাপাশি আজ উঃ বঙ্গের দার্জিলিঙে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ