ব্যুরো নিউজ, ৬ ফেব্রুয়ারি: বীরভূমের রাজনগরের ডাকবাংলোর ল্যাম্পস সংলগ্ন স্থানে আয়োজিত হলো তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল আদিবাসী নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী
NRC নিয়ে কেন্দ্রকে কটাক্ষ তৃনমূল আদিবাসী নেতা
এদিনের সভায় উপস্থিত ছিলেন, ব্লক সভাপতি সুকুমার সাধু, ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ও তৃণমূল আদিবাসী সেলের ব্লক সভাপতি সনাতন মারান্ডি সহ আরও অনেকে। এই সভায় বিরোধীদের NRC নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে দেখা যায়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন, “আদিবাসীরা হলেন দেশের আদি নাগরিক। আর এই আদি নাগরিকেরাই এখন NRC নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে”।
বিজেপিকে কটাক্ষ করে তৃনমূল আদিবাসী নেতা বলেন, যারা NRC নিয়ে নথি দেখতে চাইছে তারা নিজেরা আগে নথি দেখাক। যদিও বিজেপি এই বিষয়ে বিরোধীদের উদ্দেশ্য করে পাল্টা অভিযোগ করেছে।
তাঁরা বলেছে, এরা কেউ আদিবাসীদের প্রতিনিধি নয়। আর NRC নিয়ে আদিবাসী সমাজের মধ্যে কোন আতঙ্কই নেই। এদের কাছে তৃণমূলের মিথ্যাচারের রাজনীতি নিয়ে নাটক, বাংলার মানুষ ও বিশেষ করে আদিবাসী সমাজ প্রত্যাখ্যান করেছে। ইভিএম নিউজ