ব্যুরো নিউজ, ২৯ ডিসেম্বর: বহুমূল্যের সাপের বিষ-সহ গ্রেফতার চার
গোপনসূত্রে খবর পেয়ে সাপের বিষ-সহ গ্রেফতার চারজন। আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে। সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ-সহ চারজনকে গ্রেফতার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস।
নতুনরুপে অযোধ্যা গড়তে ১১ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন মোদী | কী কী সেই প্রকল্পগুলি?
অভিযুক্তরা অন্তরাজ্য সাপের বিষ সংগ্রহের যে রেকেট রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে মনে করছে বনদফতরের অধিকারীকর। গাড়ি-সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া চার অভিযুক্তদের কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে। তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্যেশে নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ। ইভিএম নিউজ