ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: দেশে করোনা আতঙ্ক! আক্রান্ত ৬৩

নতুন বছরের দোরগোড়ায় ভয় বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি। দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৩-তে। এর মধ্যে কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি? কোন রাজ্য নিয়েই বা উদ্বেগ বাড়ছে? তা নিয়ে ইতিমধ্যেই নানা হিসেব কষতে শুরু করে দিয়েছেন গবেষকরা।
সাড়ে ৩ হাজার ওষুধ ড্রাগ টেস্টে ওতরাল না
দেশে ক্রমশই আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। এক লাফে JN1 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে এই ভ্যারিয়ান্ট। বড়দিনের দিন এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার নয়া স্ট্রেনের শিকার ৬৩। কোন রাজ্যে আক্রান্ত সবচেয়ে বেশি?
https://twitter.com/ANI/status/1739186893722628208?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1739186893722628208%7Ctwgr%5E4e6a309c06438c79e5ec73ed60400016a8afca08%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Findia-records-63-jn1-new-covid-variant-cases-know-state-wise-report%2Farticleshow%2F106265585.cms
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট করোনায় নয়া JN1 স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক JN1 আক্রান্তের হদিশ মিলেছে গোয়ায়। সেখানে মোট ৩৪ জনের শরীরে এই ভাইরাসের প্রজাতির অস্তিস্ব মিলেছে। এ ছাড়া মহারাষ্ট্রে JN1-এ আক্রান্ত হয়েছেন ৯ জন। কর্নাটকে আট জন, কেরালায় ছয় জন, তামিলনাড়ুতে চার জন এবং তেলঙ্গানায় দু'জন এই নয়া ভ্যারিয়ান্টে আক্রান্ত।

মহারাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। তার মধ্যে ন'জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এই রাজ্যের প্রতি ১০ জনে প্রায় দু'জন করে কোভিড-১৯ JN1-এ আক্রান্ত হচ্ছেন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত থানেতে পাঁচজন, পুনেতে দু'জন, অকোলা, সিন্ধুদুর্গ এবং পুনের গ্রামীণ এলাকায় একজন করে আক্রান্তের হদিশ মিলেছে। 
ইতিমধ্যেই রাজ্যের হাসপাতালগুলিকে আইসোলেশন বেড, ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণে বন্দোবস্ত করে রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৫৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কেরালাতে। এই রাজ্যেই অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৩ হাজার। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১। যার মধ্যে ২৫৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। বাকি ১৩ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর