নিজের

ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: ‘নিজের হক কেড়ে নাও, চলছে লড়াই সামিল হাও’

‘নিজের হক কেড়ে নাও, চলছে লড়াই সামিল হাও’ ডিএ-সহ একাধিক দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ বামপন্থী কেএমসি ক্লার্কস ইউনিয়ন।

দেবের গলায় বিদায়ের সুর

শুক্রবার কলকাতা পুর সংস্থায় ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দেয় ক্লার্কদের বামপন্থী ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে স্পেশাল কমিশনার সোমনাথ দে-কে ডেপুটেশন দেওয়ার কথা হলেও, ব্যস্ততার কারণে তার জায়গা চিফ ম্যানেজারের কাছে এদিন ডেপুটেশন দেয় কেএমসি ক্লার্কস ইউনিয়ন।

তাদের অভিযোগ, সম্প্রতি ডিএ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্য সরকারী কর্মচারী দের ভিক্ষা চাই না। তারা তাদের ন্যায্য অধিকার চায়। আর যখনই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছে, তখনই পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ কে এম সি ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর।

এদিন তাদের বিক্ষোভ ডেপুটেশনের মূল দাবি ছিল, কলকাতা পুর সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভাগীয় পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে। প্রফেশনাল পদে নিয়োগ করতে হবে। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের মত কলকাতা পুর সংস্থায় এল টি সি চালু করতে হবে বলে দাবি জানান কেএমসি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা। এদিন কলকাতা পুর সংস্থাজুড়ে বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় ক্লার্কস ইউনিয়ন। তাদের হুশিয়ারি অবিলম্বে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। নাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায় কেএমসি ক্লার্কস ইউনিয়ন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর