ইতিহাসের

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: ‘ইতিহাসের বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান’

এবছর বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে শাঁখারিপুকুর উৎসব ময়দানে। এবং পৌর উৎসব চলবে ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের ভাবনা-‘ইতিহাসের বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান’।

কি জানাচ্ছে জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট?

সোমবার পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে বর্ধমান পৌর উৎসব বিষয়ে এ কথা জানান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পুরপ্রধান জানান, এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু। এছাড়াও বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা এক শিল্পীর উপস্থিত থাকার কথা। খুব শীঘ্রই এইবিষয়ে জানিয়ে দেওয়া হবে। এবছর উৎসবের বিভিন্ন দিনে দর্শকদের মনোরঞ্জনের জন্য সঙ্গীতানুষ্ঠানে হাজির হবেন প্রাঞ্জল বিশ্বাস, জয়তী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, জলি মুখার্জি, শোভন গাঙ্গুলি, দোহার ব্যান্ড এবং শেষ দিনে থাকছে পৃথিবী ব্যান্ড।

এরই পাশাপাশি, ২২০ জন স্থানীয় শিল্পী উৎসবের দিনগুলোতে মূল মঞ্চে অনুষ্ঠান করবে। এবারে উৎসব ময়দানে স্টল থাকছে ১৭৫টি। উৎসবের বাজেট প্রায় ৫৫ লক্ষ টাকা। পুরপ্রধান এও জানান, গত কয়েক বছরের বর্ধমান উৎসব থেকে পুরসভার লাভ হয়েছে ৬০ লক্ষ টাকা। ওই টাকায় পুরসভার আয় বৃদ্ধির লক্ষ্যে একটি অনুষ্ঠান বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এবারের উৎসবে প্রায় ১০০ জন হস্তশিল্পীকে সুযোগ দেওয়া হবে তাদের তৈরি সামগ্রী উৎসব প্রাঙ্গণে বিক্রি করার  জন্য।এসবই বিনামূল্যে দেওয়া হবে বলে পুরসভার সূত্রে জানা গেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর