পাচারে

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: কচ্ছপ পাচারে ধৃত ২ 

 

দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার হলো পাঁচটি কচ্ছপ। কচ্ছপগুলি উদ্ধার করেছে আরপিএফ। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। জানা গিয়েছে, কচ্ছপগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে। ধৃত দুই মহিলার নাম মিনাদেবী ও লাখোদেবী। তাঁরা দুজনই ভাগলপুরের বাসিন্দা। ধৃতরা সম্পর্কে দুই বোন।

কাটমানি দিয়ে বিয়ের চেষ্টা তৃণমূল যুবনেতার! কী ভূমিকা দলের?

সূত্রের খবর, সাহেবগঞ্জ থেকে কচ্ছপগুলি ট্রেনে তোলা হয় বলে গোপন সুত্রে জানতে পারে আরপিএফ। তারপর তাঁরা সেখানে গিয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করে। তাঁরা উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেয়।

ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে,  টাকার বিনিময়ে কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর