ভূমিকা

ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: পুলিশের ভূমিকায় ‘প্রশংসা’ বিচারপতির

কোনও অনুমতি ছাড়াই বিজেপির সভার সামনে দু’দিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি। পরে সেই ধরনা মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। টনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

সুপ্রিম কোর্টেও হতাশ অভিষেক

একাধিক সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে পুলিশের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। এবার অনুমতি না নিয়ে ধরনায় বসার জন্য তৃণমূলের মঞ্চ সরিয়ে দিল পুলিশ। রাজ্য পুলিশের এই পদক্ষেপে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার ‘সন্তুষ্টিকর’ মন্তব্য। বললেন, ‘…ভালো লাগল।’

অনুমতি ছাড়াই তৃণমূলের ধরনা! আর সেই মামলার প্রেক্ষিতে রাজ্য পুলিশের পদক্ষেপ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার কণ্ঠে। বিচারপতি বলেন, ‘অনুমতি না নিয়েই এটা করছে! যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে। এ ক্ষেত্রে পুলিশকে সিদ্ধান্ত নিতেই হবে। একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইন শৃঙ্খলা সমস্যা হবে। রাজ্য পুলিশকে CISF-এর সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনও বেআইনি কিছু না হয়।’

জানা গিয়েছে, কোনও অনুমতি ছাড়াই বিজেপির সভার সামনে দু’দিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি চালায়। পরে শুক্রবার হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডের সেই ধরনা মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। সেখানে বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিন পালনে সভা করছিল বিজেপি। অন্যদিকে, তারই সামনে ধরনা কর্মসূচি তৃণমূলের। কোনও অনুমতি ছাড়াই ধরনা কর্মসূচি চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। সেই ঘটনারই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

বিচারপতি বলেন, ‘বহু বছর পরে দেখলাম রাজ্য এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। দেখে ভালো লাগল।’ অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপ করেছে তাতে ‘সন্তুষ্ঠ’ আদালত। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর