সুপ্রিম

ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: সুপ্রিম কোর্টেও হতাশ অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদলের আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

বালুর কেবিনে সিসিটিভি নয় : হাইকোর্ট

শীর্ষ আদালত জানায়, এ বিষয়ে কোনও অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পথে তদন্ত করবে, সে বিষয়ে বিচারপতির হস্তক্ষেপ এবং পর্যবেক্ষণের বিভিন্ন বিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এ বিষয়ে ভুল রিপোর্টিং হচ্ছে। সেই রিপোর্টিংয়ের উপরেও নিষেধাজ্ঞার আবেদন জানান তিনি। এমনকি এর জেরে তাঁর মানহানি হচ্ছে বলেও জানান অভিষেক। কিন্তু এদিন শীর্ষ আদালত অভিষেকের এই আবেদন খারিজ করে দেয়।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাটির বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন। তাঁরা সাফ জানিয়েছেন, কোনও আবেদন, অভিযোগ থাকলে তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানাতে বলেন। এক্ষেত্রে তদন্তের গতিপ্রকৃতি-সহ কোনও বিষয়েই শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় আদালত। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর