বর্ষে

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: নবম বর্ষে সকার কাপ ফুটবল প্রতিযোগিতা

 

 ৫ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল নবম বর্ষ সকার কাপ। নদীয়া জেলার নবদ্বীপ পুরসভার উদ্যোগে এদিন সন্ধ্যায় আতশবাজির রোশনাই ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফুটবল প্রতিযোগিতা। নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে সূচনা হল নবম বর্ষ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা।
AIIMS রিপোর্টে স্বস্তি! দিল্লিতে নিউমোনিয়ার ঘটনাগুলি চীনের সঙ্গে যুক্ত নয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে সকার কাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা ও পুরপতি বিমানকৃষ্ণ সাহা। 

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জিমনাস্টিক প্রদর্শনী, আতশবাজির রোশনাইয়ের মধ্যে দিয়ে সূচনা হয় নবম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা। 

নবম বর্ষ সকার কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত বছরের বিজয়ী স্থানীয় নবদ্বীপ নিউ শিব শংকর ক্লাব বনাম বিষ্ণুপুর রাওতারা আদিবাসী যুব সংঘ। উদ্বোধনী ম্যাচ দেখতে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় ৫ হাজার  দর্শক। এবছরও ৩২ টি ক্লাবকে নিয়ে শুরু হল প্রায় দেড় মাস ব্যাপী চলা নবম বর্ষ সকার কাপ। ২০২৪ সালের ২১ জানুয়ারি ফাইনাল ম্যেচের মাধ্যমে এই খেলা শেষ হবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর