ED

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: ED-র বিরুদ্ধে আদালতে ‘নালিশ’ মানিকের

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্য। আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠাই হয়েছে বিধায়ক মানিক ভট্টাচার্যের।  কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস নাকি ফেরত দেওয়া হয়নি তাঁকে। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারকের কাছে এমনটাই অভিযোগ জানান তিনি।

IPL-এর আগে মা আম্বের মন্দিরে মাহি

তার অভিযোগ, চাওয়ার পরেও নিজের আংটি, পৈতে, মাদুলি- এসব তাঁকে দিচ্ছেনা ED। এদিন নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এই অভিযোগ জানান মানিক ভট্টাচার্য। মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। একথা শুনে বিচারক বলেন, “তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।” মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

এছাড়াও এদিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, অর্পিতার চিকিৎসার প্রয়োজন। তাই কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আপত্তি নেই, এমনকি কমান্ড হাসপাতালেও চিকিৎসা করাতে আপত্তি নেই বলে জানান আইনজীবী। তবে বিচারক অর্পিতার আবেদন খারিজ করে দেন। এদিন এসএসকেএম হাসপাতালে অর্পিতার চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয় জেল কর্তৃপক্ষকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর