বাড়ির

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর: বাড়ির সামনে ভিড়! হইহই! ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও

প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় জমালেন দর্শকেরা, তা দেখে রীতিমত অবাক নেটিজেনরা।

অনেকের হাতে পোস্টার, আর মোবাইল নিয়ে স্টারের ছবি তুলতে ব্যস্ত। সামনে স্টারকে দেখে হই- হুল্লোড়। আর বাজছে ‘বস’ মুভির টাইট্যাল ট্রেক। আর গান থামতেই ‘জিতদা… জিতদা…’ রব।

গতকাল ছিল টলিস্টার জিতের জন্ম দিন। আর তা নিয়েই এতো উচ্ছ্বাস ভক্তদের। বাড়ির বারান্দার ওপর থেকে কন্যা, স্ত্রী-সহ ভক্তদের এই উন্মাদনা উপভোগ করলেন ‘বস’।

‘এখানে চাকরি নেই, দিদিকে বলব কাজ দিন’ | রাজ্যে ফিরেই বিস্ফোরক উত্তরকাশীর বন্দী শ্রমিক

প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে মরিয়া থাকেন আট থেকে আশি। তাঁদের বাড়ির সামনে ভিড় জমিয়ে রাখেন তাঁরা। শুধু এই অপেক্ষায় যে কখন একবারের জন্য বাড়ির সামনে কিংবা বারান্দায় আসবেন প্রিয় অভিনেতা। এই ছবির কথা বললেই মনে পড়ে যায় শাহরুখের মান্নাতের বাইরের ছবিটি। কিন্তু টলিপাড়ায় এই ছবি খুব একটা চোখে পরে না। আর এই বিরল চিত্র দেখা গেল সুপারস্টার জিৎ-এর বাড়ির সামনে।

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মানুষ’। তারই মাঝেই এবার জন্মদিনের সেলিব্রেশন। বাড়ির সামনে গান- বাজনা, হই- হুল্লোড়ের মাঝেই তিনি বলে উঠলেন মানুষ ছবির ডায়লগ। ‘আমি মানুষ হিসাবে হারতে পারি, বাবা হিসাবে নয়’। শেষে বললেন, ‘এই যে আপনারা এখানে এলেন, সারা বছরের অক্সিজেন দিয়ে গেলেন’। আর এই ছবিই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর