লিলুয়ার

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: লিলুয়ার পর এবার একবালপুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে বিচারপতি সিনহার

এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি সিনহার। লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার একবালপুর। বৃহস্পতিবারই লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর শুক্রবার একবালপুরের ক্ষেত্রেও সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

জাহাজ একাশি

বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, একটিও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। এমনও মন্তব্য করেন যে, "হাওড়ায় আমার নিজের বাড়ি আছে। সেটাও যদি বেআইনি হয়, বুলডোজ়ার দিয়ে ভেঙে দিতে হবে।" এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি সিনহার।

বিচারপতি সিনহার নির্দেশ, যত ফোর্স প্রয়োজন, তত ফোর্স নিয়েই অবৈধ নির্মাণ ভাঙতে হবে। একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা ছিল। আদালত জানিয়ে দেয়, বেআইনি কোনও কিছুই বরদাস্ত করা হবে না। ডিসি বন্দরকে প্রয়োজনীয় বাহিনী দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। ১৮ ডিসেম্বরের মধ্যে তা ভাঙতে হবে বলেও জানিয়ে দেন তিনি।

গত বৃহস্পতিবার দুটি নির্মাণ ভাঙার জন্য কড়া বক্তব্য রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটলেন বিচারপতি অমৃতা সিনহা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর