শীত

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: শীত কবে পড়বে? কি বলছে হাওয়া অফিস?

ডিসেম্বর আসতে হাতে মাত্র আর কয়েকদিন বাকি। অনুমান করা হচ্ছে, চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে উঃ ও দঃ দুই বঙ্গেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। রাতে খানিকটা গরম লাগলেও ভোরের দিকে কিন্তু ঠাণ্ডার শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। তবে এখনো রাজ্য জুড়ে কিন্তু পাকাপাকিভাবে শীত পড়েনি। ভোরের দিকে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে তিলোত্তমায়।

অবশেষে ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জনের জামিন মঞ্জুর

আজ কলকাতা সহ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া কোন জেলায় কোন বৃষ্টিপাত হবেনা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রী সেলসিয়াস, ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৮৯ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫০ শতাংশ।

তবে দঃ বঙ্গে বৃষ্টি না হলেও কিন্তু আজ উঃ বঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। উঃ বঙ্গের দার্জিলিং ও  কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর