ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: গড়ফা থানার পাঠানো নোটিশে হাজির ভাঙরের বিধায়ক
গড়ফা থানার পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যা ৭ টার পরে গড়ফা থানায় উপস্থিত হন ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ, ইএম বাইপাসের কালিকাপুর এলাকায় বিচারপতি চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি সজরে ধাক্কা মারে। এই ধাক্কা লাগতেই প্রতিবাদ জানান বিচারপতির গাড়ির চালক। তখনই তাঁকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে বিধায়কের গাড়ির চালকের বিরুদ্ধে।
বি এল ও যখন ঢাকি তখন ভোটার তালিকার কাজে কতটা ফাঁকি?
এরপর বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৩ জনের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়কের চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।
লালবাজার সূত্রের খবর ছিল, নওশাদ সিদ্দিকী কে নোটিশ পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল গরফা থানা। সেই নোটিশ পেয়েই রবিবার গড়ফা থানায় হাজিরা দিলেন তিনি। ইভিএম নিউজ