ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: দলে ভরসা যুগিয়ে হাফ সেঞ্চুরি কিং কোহলির
বিশ্বকাপ জয়ের আশায় ১ হাজার ৮টি নারকেল ফাটিয়ে পুজো
১০ ওভারেই গুরুত্বপূর্ণ ৩টি উইকেট হারিয়েছে ইন্ডিয়া ক্রিকেট টিম। অর্ধশত রান করার আগেই ৪৭ রান করেই ফিরে যেতে হয় অধিনায়ক রোহিতকে। এরপরই ১০ ওভার ২ বলেই মাঠ ছাড়ল শ্রেয়াস আইয়ার। ৩ বল খেলে ৪ রান করেই খ্যান্ত থাকতে হয় আগের ম্যাচের হিরোকে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্বাভাবিক ভাবেই চাপের মুখে ভারত। তবে ভরসা জাগালো কিং কোহলি। ধরে ম্যাচ খেলে ৫৫ বলে নিজের হাফ সেঞ্চুরি করার পাশাপাশি দলের ‘বিরাট’ মনোবল যুগিয়েছেন। আর ভারতের স্কোর বোর্ডে ১৪৭ রান।