ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: ফের ধাক্কা রোহিত ব্রিগেডে! পরপর ২টি উইকেট হারালো ভারত
৯ ওভার ৪ বলেই গুরুত্বপূর্ণ দ্বিতীয় উইকেট খোয়ালো ভারত। মাত্র ৩১ বলে ৪৭ রান করেই মাঠ ছাড়তে হল অধিনায়ককে। ম্যাক্সয়েলের বলেই ক্যাচ তুলে দেয় অধিনায়ক। এরপরই ১০ ওভার ২ বলেই মাঠ ছাড়ল শ্রেয়াস আইয়ার। ৩ বল খেলে ৪ রান করেই খ্যান্ত থাকতে হয় আগের ম্যাচের হিরোকে।