সিং

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: অশোক সিংয়ের দ্বিতীয় ময়না তদন্ত এখনি নয় 

 

খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আমহার্স্ট স্ট্রিট থানার বিরুদ্ধে। দীর্ঘ টানাপোড়েনে মৃতের ময়না তদন্তের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই মৃত ব্যাক্তির দেহ SSKM সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতি: সুপ্রীম নির্দেশে নয়া বেঞ্চ

রহস্যজনকভাবে মৃত অশোক কুমার সিংয়ের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সহ তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। বিরোধী দলনেতা জানান, মৃতের পরিবার যে সিদ্ধান্ত নেবে তার সাথে আমরা আছি।

 

মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন না হলে লালবাজার অভিযান করবেন তারা। সেই সঙ্গে অশোক কুমার সিংয়ের থানায় পৌঁছে গুরুত্বপূর্ণ ২ মিনিটের CCTV ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচী। ফলে রহস্য মৃত্যু গোদের উপর বিষ ফোড়ার আকার নিতে পারে।

রাজ্য সরকার এই ব্যাপারে কি ভুমিকা নেয় তার দিকে তাকিয়ে আছে মৃতের পরিবার ও বিরোধী দলগুলি। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত মামলায় ওই ২ মিনিটের ফুটেজ সহ সমস্ত ছবি ও নথি সংরক্ষণ ও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। তবে প্রাথমিকভাবে ময়না তদন্তে মৃতের শরীরে তেমন কোন বড় আঘাত নেই বলে পুলিশ জানিয়েছে আদালতে। আর সেই জন্যেই মৃতের দ্বিতীয় বার ময়না তদন্তের প্রয়োজন নেই বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর