ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: প্রয়াত সাহারা কর্তা | ফেরৎ মিলবে আটকে থাকা টাকা?
প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। মঙ্গলবার কার্ডিয়াক অ্যাটাকে রাত সাড়ে ১০টা নাগাদ প্রয়াত হন সুব্রত রায়। এরপর থেকেই সাহারা গ্রুপে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এই প্রশ্ন আসতে থাকে যে, তাহলে কি আর তাদের জমানো টাকা ফেরৎ পাওয়া যাবে না?
SBI ক্লার্ক নিয়োগের রেজিস্ট্রেশন শুরু | কতোগুলি পদে নিয়োগ? কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
সাহারায় বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে মাস কয়েক আগেই একটি রিফান্ড পোর্টাল খোলা হয়। এই পোর্টাল লঞ্চ করার সময়ই দাবি হয়, এই ব্যবস্থার ফলে দেশের ৪ কোটি মানুষ উপকৃত হবেন। ৫ হাজার কোটি টাকা ফেরৎ পাবেন সাহারা গ্রুপে বিনিয়োগকারীরা। তাই সাহারায় জমা রাখা টাকা ফেরৎ পাওয়া যাবে আগের মতই।
চলতি বছরের শুরুর দিকে পাঁচ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সাহারা গ্রুপ। মূলত বিচারাধীন একটি মামলার পরিপ্রেক্ষিতেই এই টাকা জমা দেওয়া হয়েছিল। এই বিপুল পরিমাণ টাকা পরে কেন্দ্র সরকারকে দায়িত্ব দেওয়া হয় সাহারায় বিনিয়োগকারীদের ফেরৎ দেওয়ার জন্য। এরপরই কেন্দ্র সরকার পোর্টাল লঞ্চ করে আবেদনের ভিত্তিতে টাকা ফেরৎ দেওয়ার উদ্যোগ নেয়।
এই টাকা ফেরত পাবেন সেই সকল বিনিয়োগকারীরা যাদের পলিসি ম্যাচিওর হয়ে গিয়েছে অথচ তারা টাকা পাননি। যে সকল বিনিয়োগকারীরা সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও স্টার মাল্টিপারপস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে বিনিয়োগ করেছিলেন তারা টাকা ফেরৎ পাবেন। ইভিএম নিউজ