ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: যানজটের সমস্যা থেকে এবার মুক্তি! ভারতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি
প্রতিদিন যানজটে আটকে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয় বহু শহরের মানুষদের। উৎসবের সময় হোক বা অফিস টাইম, মেট্রোপলিটন শহরে যানজটের সমস্যা প্রবল। দেখা যায় দুপুর দুটোয় বেড়িয়ে সময়ে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নাভিশ্বাস উঠে যায়, চিরকালীন সমস্যা যানজট।
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের বিরাট কর্মসূচি | অংশগ্রহণ করবেন মোদী-মমতা!

বেঙ্গালুরুতে অফিস টাইমে এক কিলোমিটার রাস্তা পেরোতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যায়। একই পরিস্থিতি মুম্বই, কলকাতাতেও। এই চিন্তা থেকে মুক্তি দিতে নয়া আবিষ্কার! রাস্তার জ্যাম এড়িয়ে খুব তাড়াতাড়ি আপনি উড়ে উড়ে পৌঁছে যেতে পারেন গন্তব্যে।
ভারতে এবার আসতে চলেছে এয়ার ট্যাক্সি। ২০২৬ সালের মধ্যে দেশে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি।

বৃহস্পতিবার ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে তারা ভারতে এয়ার ট্যাক্সি আনতে চলেছে। ইন্টার গ্লোব ও মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের মিলিত উদ্যোগে এয়ার ট্যাক্সি আনা হবে।

জানানো হয়েছে, বিশ্বের সবথেকে জনবহুল দেশগুলোতে যানজট একটা বড় সমস্যা। জনসংখ্যা ও গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ক্রমাগত যানজট বেড়েছে। আর তার সমাধান হিসেবে উঠে আসছে এয়ার ট্যাক্সি। আর্চার এভিয়েশন ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও লেন্ডিং এয়ারক্রাফট এটি তৈরি করেছে। এই আবিষ্কারকে আকাশ-যানের ভবিষ্যৎ বলা হচ্ছে।

এই এয়ারক্রাফট বা এয়ার ট্যাক্সির নাম মিড নাইট। এই ট্যাক্সি পাইলট ছাড়া সর্বাধুনিক চারজন যাত্রী বহন করতে পারে। আপাতত সর্বাধিক একটানা ৬১ কিলোমিটার পর্যন্ত এই এয়ার ট্যাক্সি চলতে পারে। তবে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বেশি বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে।স
প্রাথমিক স্তরে দিল্লিতে এয়ার ট্যাক্সি চালু করা হবে। ২০০ টি এয়ার ক্রাফ্ট নিয়ে এই পরিষেবা চালু হবে। পরের ধাপে মুম্বই, বেঙ্গালুরুতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। গাড়িতে যে পথ অতিক্রম করতে কমপক্ষে ৬০ থেকে ৯০ মিনিট লাগে, সেই পথ অতিক্রম করতে এয়ার ট্যাক্সিতে মাত্র সাত মিনিট সময় লাগবে। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ




















