একটা

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ‘তৃণমূল একটা অসৎ দল, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়’

বৃহত্তর স্বার্থে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে ৷ তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করা হবে না বামেদের ৷ এমনই দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷

রেশন দুর্নীতি নিয়ে এবার সরব রাজ্য বিজেপি

লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের বিরোধীতা করতে বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে ৷ যদিও রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস-বাম জোট হওয়া নিয়ে দলের নিচু স্তরে আশান্তির সৃষ্টি হয়েছে। তবে সিপিএম-এর জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা করবে না বামেরা।

হাওড়ায় সিপিএম-এর পার্টির কার্যালয়ে দলীয় সভায় যোগ দেন সিপিএম-এর জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন তিনি বলেন,  রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে না। কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভায় আমরা ২বার জিতেছি। কংগ্রেস লোকসভায় ২০ টি আসনের মধ্যে ১৯ টি তে আমাদের হারিয়েছে, এরপরেও আমরা কংগ্রেসরে সঙ্গে জোটে আছি। তবে লোকসভা আসতে এখনও আনেক সময় বাকী।

তবে তৃণমূল একটা অসৎ, অগণতান্ত্রিক দল। তৃণমূল কোনও দিনও বিজেপির বিকল্প হতে পারে না। টাই তাঁরা যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে তাদের স্বাগত। তবে রাজ্যের ক্ষেত্রে বিজেপির স্থান একমাত্র নিতে পারে বাম ও আমাদের জোট। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর