সিজিও

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ‘Problem কিছু নেই’ সিজিও থেকে বেড়িয়ে দাবি পুরপ্রধানের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল কামারহাটি পুরসভার প্রধানকে। সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন গোপাল সাহা।

ফের SSKM হাসপাতালকে চিঠি দিল ED

রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ফের দুই পুরসভার প্রধান ইডি দফতরে হাজিরা দেন। এদিন, সকালে কিছু নথি সঙ্গে করে সিজিও কমপ্লেক্সে আসেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এছাড়াও বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও এদিন ইডি দফতরে হাজিরা দিতে দেখা যায়। নথি সংক্রান্ত ব্যাপারেই তাঁদের ডাকা হয়েছিল বলে খবর।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তাঁকে তলব করেছিল বলে জানা গিয়েছে। কেন ডাকল ED? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে গোপাল সাহা জানান, 'যাঁর দরকার সে তো আসবেই।' কেন বারবার তাঁকে ডাকা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে? এই বিষয়ে পুর প্রধানের বক্তব্য, 'এতে সমস্যার কিছু নেই।'

গত ৫ অক্টোবর, কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। ইতিমধ্যে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে গোপাল সাহাকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর