ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: লক্ষীপুজোয় বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
ঝড়-বৃষ্টির আর দেখা নেই। এবার চলবে শীতের দাপট। নবমী, দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলেছে বৃষ্টির দাপট। তবে পুজোর পর বর্তমানে এখন আর বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা।
আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আজ দঃ বঙ্গের জেলা কলকাতা সহ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, ঝারগ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে দঃ বঙ্গের সমস্ত জেলার আবহাওয়া যথেষ্ট শুষ্ক থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রী সেলসিয়াস, ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৫৪ শতাংশ।
দঃ বঙ্গের পাশাপাশি আজ উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ও কালিম্পঙের কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দঃ বঙ্গের জেলার মতো আজ উঃ বঙ্গের সমস্ত জেলাও যথেষ্ট শুষ্ক থাকবে। ইভিএম নিউজ