ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যাস্ততা

বিজয়া দশমীর দিন গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যাস্ততা। এরই মধ্যে বলা যায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি ঘাটেই পুরসভার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ও কর্মীরা।
একই সঙ্গে চলছে গঙ্গা দূষণ এড়ানোর কাজ। গঙ্গায় প্রতিমা পরার সঙ্গে সঙ্গেই প্রতিমার কাঠামো ও প্রতিমার রং তুলে ফেলা হচ্ছে, যাতে গঙ্গা কোনোভাবেই দূষিত না হয়।

পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটে ঘাটে চলছে মাইকিং। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















