ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর: রাজ্য সরকারের বিরুদ্ধে ‘সুপ্রিম জয়’ শুভেন্দুর

কাঁথি পুরসভা এলাকায় উন্নয়নমূলক কাজে অধিকারী পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর দাদা দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী ও শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীর নামে দুর্নীতির অভিযোগ। এরপর কাঁথি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। সেই জল গড়ায় মামলা হাইকোর্টে। তবে হাইকোর্ট শুভেন্দুদের পক্ষে রায় দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যমৃত্যু!

এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। বিচারপতি বি আর গাভাই ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারের সেই আবেদনকেই খারিজ করে দেয়। সব শুনে বিচারপতি গাভাই জানিয়ে দেন যে, “সমস্ত তথ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রেখে এই মামলায় আমরা হস্তক্ষেপ করতে চাই না।” হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়েদেন বিচারপতি।  এরপরই রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর