ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: রাজ্যর সরকার ও পুলিশের চরম অবহেলা | হাজরায় বিক্ষোভ কর্মসূচি
কামদুনি কাণ্ডে রাজ্য সরকার ও পুলিশের গাফিলতির অভিযোগ। ঘটনায় হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের।
নিশ্চিহ্ন আফগানিস্থানের ১২টি গ্রাম | মৃতের সংখ্যা ২’হাজার পার
৯ই অক্টোবর সোমবার বেলা বারোটায় হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়।
এই প্রতিবাদ বিক্ষোভের মূল দাবি, কামদুনি গণধর্ষণ ও পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের সাজা লঘু করা হয়েছে, তা শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতি ও পুলিশের অবহেলায়। সরকার ও পুলিশের এই চরম গাফিলতি প্রতিবাদে আজ এই বিক্ষোভ কর্মসূচি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ও আশুতোষ চ্যাটার্জি-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।
তাদের অভিযোগ, “নির্ভয়া যেখানে সু-বিচার পায়, সে জায়গায় বাংলার এই নারকীয় ধর্ষণ-কাণ্ড কামদুনি ন্যায় বিচার পায়না। তা শুধু মাত্র রাজ্যে সরকার ও রাজ্যে পুলিশের চরম অবহেলা।” ইভিএম নিউজ