ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: ডেঙ্গু মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠনের দাবি
ডেঙ্গু মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করা হোক। রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার থেকে ডেঙ্গু নিয়ে সচেতনতা মিছিল করা হয়। এদিন মিছিলে যুব কংগ্রেস ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠনের দাবি ওঠে। এদিন এই সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব।
কংগ্রেস নেতৃত্বের দাবি, করোনার সময় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করা হয়েছিল। পুজোর আগে যাতে ডেঙ্গি মহামারির আকার না নেয় তার জন্য র্যাপিড অ্যাকশন টিম গড়া হোক।
বাজার দখল করতে রিলায়েন্স আনছে নতুন পণ্য
পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের দাবি, হাসপাতালে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা থাকুক। এলাকার নালা নর্দমা পরিস্কার করা হোক। রাজ্য মহিলা আইএনটিইউসির রাজ্য সভানেত্রী শ্রাবন্তী সিং জানান, “মানুষ পুজোর সময় কেনাকাটা করছেন না। ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছেন। হাওড়া স্টেশনের কাছে জল জমে আছে। জল পরিস্কার হচ্ছে না। বেশ কয়েকজন সাফাই কর্মীরা ডেঙ্গু আক্রান্ত। রেলকে বারবার জানিয়েও কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। এমনটাই জানান তিনি। ইভিএম নিউজ