মেট্রো পরিষেবা

ব্যুরো নিউজ, ৭ অক্টোবর: ‘দুর্গাপুজো’ উপলক্ষে মেট্রো পরিষেবায় বড় চমক

পুরোহিতের মন্ত্রে নয় | আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই মায়ের আরাধনা

পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানান, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মেট্রো পরিষেবায় বড় চমক দিতে চলেছে মেট্রো রেল। দুর্গাপুজোর দিনগুলোতে যারা ঘুরে ঘুরে ঠাকুর দেখে তাঁদের কথা মাথায় রেখে মেট্রো রেল এই সিধান্ত নিয়েছে। কোলকাতা ও তাঁর সংলগ্ন এলাকায় প্রতি বছরের মতো এই বছরও সারা রাত পরিষেবা দেবে  মেট্রো রেল যাতে কলকাতা এবং আশেপাশের বিখ্যাত দুর্গাপুজোর মন্ডপগুলি মানুষের দেখতে সুবিধা  হয়।

 

পঞ্চমী ও ষষ্ঠীতে উত্তর-দক্ষিণ মেট্রোতে ২৮৮ টি পরিষেবা চালাবে মেট্রো। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ২৪৮ টি পরিষেবা চালাবে মেট্রো। এছারাও দশমীতে ১৩২ টি ও একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত থাকবে ২৩৪ মেট্রো পরিষেবা। এছাড়াও বিগত বছরের মতো এবছরও মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ মেট্রোতে রাত্রিকালীন পরিষেবা চালাতে চলেছে যাতে কলকাতা এবং আশেপাশের বিখ্যাত দুর্গাপুজো মন্ডবগুলি মানুষের দেখার সুবিধা হয়৷ ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর