তিস্তায়

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: তিস্তায় জলস্ফীতি | মাইকিংয়ে সতর্কিতকরণ তিস্তা সংলগ্ন বাসিন্দাদের

মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পা বানে তিস্তার ভয়েল গ্রাসে বিপর্যস্ত উত্তর সিকিম। ব্যাপকভাবে বেড়েছে তিস্তার জল। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে ২৩ জন জাওয়ান নিখোঁজ।

সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পা বান, ভয়াল রূপ তিস্তার

এদিন জলপাইগুড়ির অন্তর্গত পাহাড়পুরে রীতিমতো মাইকিং করে সতর্ক করা হচ্ছে তিস্তা সংলগ্ন বাসিন্দাদের। পঞ্চায়েত প্রধানের তরফ থেকে মাইকিং করে জানানো হয়, তিস্তার জলস্ফীতি প্লাবনের আশঙ্কা রয়েছে। তাই তিস্তার নিকটবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়। উপকূলবর্তী জায়গা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। এলাকার মানুষকে সতর্ক করতে সকাল থেকে চলে মাইকিং। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর