মৃত

ব্যুরো নিউজ, ১ অক্টোবর: খাঁড়িতে ডুবে মৃত ১

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গঙ্গারামপুর পূর্ণভবা নদীর খাঁড়িতে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম সমায় মুর্মু। তাঁর বয়স ৪৭ বছর। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়।

ডেঙ্গুর বলি এক তরুণী

পরিবার সূত্রে জানা গেছে গত বৃস্পতিবার সমায় মুর্মু তার দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেই দিনই দিদির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি। কিন্তু রাত্রি হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। তিনদিন নিখোঁজ থাকার পর, শনিবার শিববাড়ি এলাকার একটি খাঁড়িতে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে এলাকার লোকজন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। গঙ্গারামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছে।

অন্যদিকে মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে যথেষ্ঠ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর