ব্যুরো নিউজ, ১ অক্টোবর: ৮৯ বর্ষে মুদিয়ালির চমক
কুমোরপাড়ায় ব্যাস্ততা | ভিলেন বৃষ্টি
দেড় লক্ষ বেল পাতা দিয়ে তৈরি প্রতিমার মুখ। শুধু তাই নয় মণ্ডপ সজ্জাতেও রয়েছে বড় চমক। মণ্ডপে থাকছে পৌনে ২ লক্ষ প্রদীপ। পাশাপাশি বাঁশের মধ্যে আলো লাগিয়েও ৫০ হাজার প্রদীপ তৈরি করা হয়েছে। বাইরের জাগতিক দুনিয়া থেকে এক মুহূর্তের জন্য অন্য এক জগতে হারিয়ে যাবেন আপনিও। ৮৯ বর্ষে মুদিয়ালি সর্বজনীন-এর ইউ এস পি তরুণ শিল্পী বিমান সাহা।
এই বছর মুদিয়ালি সর্বজনীন- এর থিম ‘সমারহে সমারহ’। প্রকৃতির এক একটি উপাদানকে তুলে নিয়ে এসে ব্যাবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। পাশাপাশি এখানে প্রতিমার মুখ তৈরিতে সবুজ পাতাকেই বেঁছে নেওয়া হয়েছে। যেমন, দের লক্ষ বেল পাতাকে শুকিয়ে, তা সেলাই করেই তৈরি করা হয়েছে মায়ের মুখ। পাতা, বাঁশ, নারকেলের দড়ি এই রকম প্রকৃতির এক একটি উপাদানকে নিয়ে করা হয়েছে ‘মহা সমারহ’। যা মন কাড়বে দর্শকের। ইভিএম নিউজ