ব্যুরো নিউজ, ১ অক্টোবর: ডেঙ্গুর বলি এক তরুণী
ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সমাপ্তি মল্লিক নামে এক তরুণীর। বয়স মাত্র ২০। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
বিষ্ণুপুরে অঘটন | দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু
জানা যায়, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সমাপ্তি। রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু রিপোর্ট পজ়িটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার গভীর রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গু উল্লেখ রয়েছে।
এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে ৭ জন হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গু মোকাবিলার প্রকোপ কমাতে গ্রাম-শহরে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নবান্নের তরফে জারিও হয়েছে একাধিক নির্দেশিকা। সূত্রের খবর, ৬৮টি হটস্পট। যেখান থেকে রাজ্যে ৯০ শতাংশ ডেঙ্গু ছড়াচ্ছে। আর এই নিয়েই মাথাব্যথা নবান্নের। ইভিএম নিউজ