লেক গার্ডেন্সের FCI গুদামে নজরদারি

ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: লেক গার্ডেন্সের FCI গুদামে নজরদারি

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ আরও খারাপের দিকে যাওয়ার আগে, উদ্যোগ কলকাতা পুরসভার।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক | কী সিদ্ধান্ত?

মঙ্গলবার পুরসভার তরফ থেকে কলকাতার অলিগলি পরিদর্শন করল পুরসভার কয়েক সদস্যের দল। পাশাপাশি এদিন কলকাতার লেক গার্ডেন্সের FCI গুদামে খতিয়ে দেখেন তারা। চলে ড্রোনের সাহায্যে নজরদারি। সেখানে এডিস মশার লার্ভা না মিললেও, মিলেছে কিউলেক্স মশার লার্ভা। মশার লার্ভাকে ধ্বংস করতে পুরসভার আধিকারিকদের তরফ থেকে গোডাউনে স্প্রেও করা হয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর