রাজীব ঘোষ, ২৭ আগস্ট: মোটা মুনাফা পেতে কোথায় বিনিয়োগ করবেন? শেয়ার, মিউচুয়াল ফান্ড, সোনায় বিনিয়োগ করলেই কেল্লাফতে! রইল ইনভেস্টমেন্ট টিপস…
মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা কোথায় সঞ্চয় করবেন, তাই নিয়ে ব্যাংক, পোস্ট অফিস সহ বিভিন্ন আর্থিক প্রকল্পের খোঁজ করতে থাকেন অধিকাংশরাই। কোন প্রকল্পে সঞ্চয় করলে মেয়াদ পূর্তির পর একটা ভালো টাকা রিটার্ন পাওয়া যায়?
বর্তমান সময়ে দেশ জুড়ে যে মূল্যবৃদ্ধি ক্রমাগত ধারাবাহিকভাবে চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জীবন ধারণ করতে গেলে শুধু সঞ্চয় করলেই হবে না, বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র সঞ্চয় করলে ভবিষ্যতের আর্থিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা সহজ হবে না। আর তাই বিনিয়োগ করা প্রয়োজন।
আর বিনিয়োগ করতে গেলেই একাধিক পদ্ধতির বিষয়টি সামনে চলে আসে। এবার স্বাভাবিকভাবেই অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না, কোথায় বিনিয়োগ করবেন? কষ্টের টাকা নষ্ট হয়ে যাবে না। আবার একটা ভালো রিটার্ন ভবিষ্যতে পাওয়া যাবে, সেই ব্যাপারেই একটা দিক নির্দেশিকা দেওয়ার জন্য এই প্রতিবেদন।
বর্তমান সময়ে বিনিয়োগের কথা উঠে আসলেই প্রথমে শেয়ার মার্কেটের কথাই অনেকে ভেবে থাকেন। এটা ঠিক, শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট সময়ের পরে বিরাট অংকের তহবিল গড়ে তোলা যায়। কিন্তু শেয়ার মার্কেটে ঝুঁকিও রয়েছে। ফলে সাধারণ মানুষ সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টকে বিনিয়োগ করতে পারেন।
এছাড়াও রয়েছে সোনায় বিনিয়োগ। তাই কোথায় বিনিয়োগ করবেন, সেটা এবার নিজেই ঠিক করে নিন। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট নাকি গোল্ড? তিনটি বিনিয়োগের মাধ্যমে চলতি সময়ে কোথায় বিনিয়োগ করা যেতে পারে?
প্রথমেই আসা যাক শেয়ার মার্কেটে বিনিয়োগের (Share Market Investment) বিষয়ে, মার্কেটে অস্থিরতা প্রায় সব সময় চলে। তাই শেয়ারবাজারে বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে সরাসরি স্টক মার্কেট এড়িয়ে যাওয়াই ভালো। স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে ৫ থেকে ১০ বছরের জন্য মিনিমাম ইনভেস্ট করতে হবে। প্রতিদিন স্টক মার্কেটের খোঁজখবর রাখতে হবে। কারণ সব সময় স্টক মার্কেটে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়। লং টার্মে ঝুঁকি নিয়ে ইনভেস্ট করতে চাইলে শেয়ারবাজারে বিনিয়োগ করা যেতে পারে।
দ্বিতীয় মিউচুয়াল ফান্ড (Mutual Fund)- সম্প্রতি সাধারণ মানুষের কাছে মিউচুয়াল ফান্ড হলো বেস্ট অপশন। এক্ষেত্রে সরাসরি যেমন শেয়ার মার্কেটে অস্থিরতার মুখোমুখি হতে হবে না, আবার নিয়মিতভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে স্টক মার্কেটের সমান রিটার্ন পাওয়া যাবে। Systematic Investment Plan বা SIP পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে। SIP-র ১০০% মধ্যে ৭০ শতাংশ Large Cap Index মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তবে SIP চালিয়ে যাবেন। ভবিষ্যতে মোটা অঙ্কের টাকার ফান্ড তৈরি হবে।
এবার আসা যাক গোল্ড ইনভেস্টমেন্ট এর (Gold Investment) বিষয়ে, সোনায় বিনিয়োগ বলতে এতদিন পর্যন্ত সোনার গহনা কিনে আলমারিতে রেখে দেওয়াকেই সম্ভবত বোঝা যেত। আর গহনা তৈরি করতে গেলেই মেকিং চার্জ লাগে। গহনা পরখ করে দেখে নিতে হয় হলমার্ক রয়েছে কিনা। তারপর বহু সময় ব্যাংকের লকার ভাড়া করতে হয়। শুধুমাত্র গহনার ভ্যালুই পাওয়া যায়। ফলে একটা ঝামেলার ব্যাপার। তবে সম্প্রতি RBI- এর তরফে Sovereign Gold Bond ইস্যু করা হচ্ছে। যার ফলে এই বন্ডে ২.৫ শতাংশ করে সুদ পাওয়া যাবে। Sovereign Gold Bond-এ ইনভেস্ট লাভজনক হবে।
এবার আপনার চাহিদা অনুযায়ী সামর্থ্যের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, কোথায় আপনি ইনভেস্ট করবেন। ইভিএম নিউজ