ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) রতুয়া থানার সামসি ফারি চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর বালুপুর এলাকার একটি জমির পাশ থেকে কৌটো বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই এলাকায়। ঘটনাস্থলে রতুয়া থানা ও সামসি ফারির পুলিশ। বোম স্কয়ারের টিম ঘটনাস্থলে গিয়ে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হয় প্রায় ৪০ টি কৌটো বোমা। বোমাগুলি দুষ্কৃতীরা এলাকায় বানাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালেই এলাকায় হানা দায় তবে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে পুলিশ এই বিষয়ে কারা যুক্ত রয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।(EVM News)