শৌচাগারে উদ্ধার ৪

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : হুগলির গুপ্তিপাড়ায় শনিবার বিকেলে ঠাকুমার ঘরে খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল চার বছরের স্বর্ণাভ সাহা। তারপর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না। প্রায় ২০ ঘণ্টার চেষ্টার পর রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় নিথর দেহ।

অ্যালোভেরা গাছ ঘরে রাখুন। বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনবে

শিশুটির মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট

স্বর্ণাভর নিখোঁজ হওয়ার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি চালানো হয়। ডোবা, পুকুর—সব জায়গায় খোঁজাখুঁজি চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত বাড়ির শৌচাগারে তার দেহ পাওয়া যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।শিশুটির মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না। ঘটনায় ইতিমধ্যে পুলিশ স্বর্ণাভর ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করেছে।তাদের সঙ্গে মৃত্যুর কোনও যোগ আছে কি না তা এখনও নিশ্চিত নয়।

ঘরে পাখি ঢোকা  শুভ নাকি অশুভ? জানুন

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানান, ‘এক শিশু নিখোঁজের অভিযোগ এসেছিল। অনেক চেষ্টা করেও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।’পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। শিশু মৃত্যুর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর