
এবার বাড়ি বদলের চিন্তা নয়, কম খরচে জিনিস পৌঁছবে ঠিক গন্তব্যে!
‘ডাকেই ভরসা’ বাড়ি বদল বা নতুন শহরে যাওয়া — ভাবলেই মাথায় হাত! গেরস্থালির যাবতীয় জিনিস, বইখাতা, খুঁটিনাটি সরানো মানেই দুশ্চিন্তা ও বিপুল খরচ। কিন্তু এবার সেই সমস্যার সহজ সমাধান নিয়ে এল খোদ ভারতীয় ডাকবিভাগ (India Post)। বাজারচলতি ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’-এর তুলনায় অনেক কম খরচে জিনিসপত্র স্থানান্তরের নতুন পরিষেবা চালু করতে চলেছে তারা। তবে এই পরিষেবায় বাড়ি থেকে জিনিস তুলতে আসবে