বিএসএফ-এর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার

সীমান্তরক্ষী বাহিনীর (BSF) ৬০ বছরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইন্সপেক্টর ভাবনা চৌধুরি (Inspector Bhawna Chaudhary)। বিএসএফ-এর বিমান শাখায় প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়ে নজির গড়লেন তিনি। রবিবার প্রশিক্ষণ সমাপ্তির পর বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরি ভাবনাসহ পাঁচজন ফ্লাইট ইঞ্জিনিয়ারের হাতে ফ্লাইং ব্যাজ ও শংসাপত্র তুলে দেন।

অতিরিক্ত শুনানি নয় SSC নিয়োগে_স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

দু’মাসব্যাপী কঠোর প্রশিক্ষণে অংশ নেন ভাবনা ও তাঁর সহকর্মীরা। ১৩০ ঘণ্টার তত্ত্বীয় ও বাস্তব উভয় ধাপের প্রশিক্ষণের মধ্যে তাঁরা উত্তর ভারতের বন্যা পরিস্থিতিতেও সক্রিয় ভূমিকা নেন—ত্রাণ বহন ও উদ্ধার অভিযানে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। বিএসএফ জানিয়েছে, এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাঁদের আরও দক্ষ করে তুলবে সীমান্ত নজরদারি, উদ্ধার অভিযান ও দুর্যোগ মোকাবিলায়।

দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ

১৯৬৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রকের বিমান পরিবহণ শাখা বিএসএফের হাতে আসে। বর্তমানে তাদের বিমানবহরে রয়েছে এমআই-১৭, ধ্রুব ও চিতা হেলিকপ্টার, পাশাপাশি ভিআইপি জেটও। তবে ফ্লাইট ইঞ্জিনিয়ার ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি হচ্ছিল। সেই শূন্যতা পূরণেই ভাবনা-সহ এই নতুন ব্যাচ গঠন করা হয়।

ভাবনা চৌধুরির এই অর্জন শুধু বিএসএফ নয়, সমগ্র দেশের জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিরক্ষা মহলের মতে, তাঁর এই সাফল্য ভবিষ্যতের নারী প্রজন্মকে প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে আসতে অনুপ্রেরণা দেবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর